রাজনৈতিক ও জাতীয়তাবাদী সংগঠন

Show Important Question


81) 'Hind Mazdoor Sangh' was founded by / 'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন ?
A) N. M. Joshi/ এন এম যোশি
B) V. B. Patel/ ভি বি প্যাটেল
C) G. L. Nanda/ জি এল নন্দ
D) Dadabhai Naoroji/ দাদাভাই নওরোজী

82) Which political party was founded in 1906? / 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
A) Bharat Sabha/ ভারত সভা
B) Muslim League/ মুসলিম লিগ
C) Bengal Zamindar League/ বেঙ্গল জমিদার লিগ
D) Communist Party of India/ ভারতের কমিউনিস্ট পার্টি

83) Party founded by Subhash Bose was / সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
A) Indian Freedom Party/ ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
B) Azad Hind Fauz/ আজাদ হিন্দ ফৌজ
C) Revolutionary Front/ রেভোলিউশনারি ফ্রন্ট
D) Forward Block/ ফরওয়ার্ড ব্লক

84) Significance of Lahore Resolution [1940] of the Muslim League was / মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল
A) To cooperate with National Congress/ জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা
B) To create a constitution for the Muslim League/ মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা
C) To cooperate with the British/ ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা
D) Pakistan resolution was taken/ পাকিস্তান প্রস্তাব গ্রহণ

85) Muslim League had accepted Mountbatten Plan because / মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন না
A) Muslims were given separate electorate/ মুসলিমদের স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল
B) It was not accepted by Congress/ এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি
C) It had the provision for creation of Pakistan/ পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল
D) It gave recognition of Muslim League/ মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল

86) Who founded Anushilan Samiti of Decca ? / 'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন ?
A) Prafulla Chaki/ প্রফুল্ল চাকী
B) Pulin Das/ পুলিন দাস
C) S.N. Sanyal/ এস. এন. সান্যাল
D) Jatindra Nath Mukherjee/ যতীন্দ্রনাথ মুখার্জী

87) Tilak formed his Home Rule League in 1916 at / 1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
A) Satara/ সাতারা
B) Pune/ পুনে
C) Belgaum/ বেলগাঁও
D) Berar/ বেরার

88) Which of the following first mooted the idea of a Constituent Assembly to frame a Constitution for India ? / নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?
A) Swaraj Party/ স্বরাজ দল
B) Congress Party in 1936/ 1936 -এ কংগ্রেস
C) Muslim League in 1942/ 1942 -এ মুসলিম লীগ
D) All Parties Conference in 1946/ 1946 -এ সর্বদলীয় সম্মেলন

89) The main leaders of the Swaraj Party were / স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন
A) Vitthalbai J. Patel and Dr. Ansari/ বিঠলভাই জে প্যাটেল ও ডঃ আনসারি
B) M. N. Roy and Muzaffar Ahmed/ এম. এন. রায় ও মুজফফর আহমেদ
C) Motilal Nehru and C. R. Das/ মতিলাল নেহরু ও সি. আর. দাশ
D) B. R. Ambedkar and P. C. Joshi/ বি আর আম্বেদকর ও পি সি যোশী

90) The nationalist organisation 'Poona Sarvajanik Sabha' was established in the year / জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো —
A) 1870/ ১৮৭০
B) 1885/ ১৮৮৫
C) 1890/ ১৮৯০
D) 1900/ ১৯০০

91) Who was elected the first President of the All India Trade union Congress (AITUC) October 31, 1920 ? / নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
A) V.V. Giri/ ভি. ভি. গিরি
B) Subhash Chandra Bose/ সুভাষচন্দ্র বসু
C) Lala Lajpat Rai/ লালা লাজপত রাই
D) C. R. Das/ সি. আর. দাস

92) স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয় ?
A) ভারত ছাড়ো
B) অসহযোগ
C) আইন অমান্য
D) স্বদেশী

93) All Bengal Workers Association এর প্রতিষ্ঠাতা হলেন -
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B) চিত্তরঞ্জন দাশ
C) জামিল আহমেদ
D) মুজাফফর আহমেদ

94) নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
A) মোতিলাল নেহেরু
B) গোখেল
C) জয়প্রকাশ নারায়ণ
D) ভগত সিং

95) ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন কে ?
A) মুজাফফর আহমেদ
B) গোপেন চক্রবর্তী
C) লালা লাজপত রায়
D) দিনেশ দাশ

96) ভারতীয় জাতীয় সেনাবাহিনীর আই এন এ সর্বাধিনায়ক কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) মহাত্মা গান্ধী
C) বালগঙ্গাধর তিলক
D) সুভাষচন্দ্র বোস

97) যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ?
A) ক্ষুদিরাম বসু
B) সতীশচন্দ্র বসু
C) বারীন্দ্রকুমার ঘোষ
D) বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়

98) স্বরাজ্য পার্টি কোন সালে দ্বিতীয় বারের জন্য নির্বাচনে অংশগ্রহন করে ?
A) 1923 সালে
B) 1924 সালে
C) 1925 সালে
D) 1926 সালে

99) ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A) 1879 সালে
B) 1888 সালে
C) 1882 সালে
D) 1896 সালে

100) স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে ?
A) অশ্বিনীকুমার দত্ত
B) বিপিনচন্দ্র পাল
C) লালা হংসরাজ
D) রাসবিহারী বসু